তিউনিসিয়ায় আত্মঘাতী বোমা হামলায় পুলিশ কর্মকর্তা নিহত, আহত ৮

তিউনিসিয়ার রাজধানী তিউনিসে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে দুই আত্মঘাতী। এ ঘটনায় ১ জন নিহত এবং অন্তত ৮ জন আহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট-এর প্রতিবেদন থেকে হতাহতের এ সংখ্যা জানা গেছে।

হামলার পর আতঙ্কিত মানুষ

তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ১১টার দিকে তিউনিসের ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্রের কাছে টহল পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা চালায় এক আত্মঘাতী। এতে নিহত হন এক পুলিশ কর্মকর্তা। ওই ঘটনায় আরেক পুলিশ কর্মকর্তা ও তিন বেসামরিক আহত হয়। একই সময়ে আল কারজানি এলাকার একটি পুলিশ স্টেশনের কাছে দ্বিতীয় আত্মঘাতী বোমা হামলা হয়। এতে আহত হয় চারজন। ভারী অস্ত্রশস্ত্র নিয়ে দুই হামলাস্থল ঘেরাও করে রেখেছে পুলিশ।

২০১৫ সালের নভেম্বরে তিউনিসে প্রেসিডেন্সিয়াল গার্ডের সদস্যদের বহনকারী বাসে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত ও ১৬ জন আহত হয়। পরবর্তীতে ওই হামলার দায় স্বীকার করেছিল আইএস। এর পাঁচ মাস আগে তিউনিসিয়ার উপকূলীয় এলাকার দুইটি হোটেলে বন্দুকধারীর হামলায় ৩৮ জন নিহত হয়।