ব্রিটিশ তেল ট্যাংকার আটকানোর পরামর্শ ইরানি সেনা কর্মকর্তার

ইরানের সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ কমান্ডার বলেছেন, জিব্রাল্টার প্রণালি থেকে আটক করা তেল ট্যাংকারটিকে ছেড়ে দেওয়া না হলে ইরানি কর্তৃপক্ষের উচিত ব্রিটিশ তেল ট্যাংকার আটকে রাখা। শুক্রবার (৫ জুলাই) ইরানের রিভোল্যুশনারি গার্ডস-এর মেজর জেনারেল মোহসেন রেজাই টুইটারে এ মন্তব্য করেন।

ইরানি তেল ট্যাংকার
বৃহস্পতিবার (৪ জুলাই) ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে সিরিয়াগামী ইরানি তেল ট্যাংকার গ্রেস ওয়ানকে আটক করে ব্রিটেনের রাজকীয় নৌ সেনারা। ট্যাংকার আটককে অবৈধ উল্লেখ করে ক্ষোভ জানিয়েছে ইরান। তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকেও তলব করেছে দেশটি।

ট্যাংকার আটকের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে শুক্রবার টুইট করেছেন ইরানের রিভোল্যুশনারি গার্ডস-এর মেজর জেনারেল মোহসেন রেজাই। তিনি বলেন, ‘ব্রিটেন যদি ইরানি তেল ট্যাংকারকে ছেড়ে না দেয়, তবে একটি ব্রিটিশ তেল ট্যাংকারকে আটকে রাখাটা ইরানি কর্তৃপক্ষের দায়িত্বের মধ্যে পড়ে যায়।’

ইরানের শক্তিশালী রাষ্ট্রীয় কর্তৃপক্ষ এক্সপেডিয়েন্সি কাউন্সিলেরও সেক্রেটারি মোহসেন রেজাই। টুইটারে তিনি আরও বলেন, ‘৪০ বছরের ইতিহাসে কখনও কোনও যুদ্ধে ইরানের পক্ষ থেকে শত্রুতার সূত্রপাত যেমন হয়নি, তেমনি দেশটি কখনও নিগ্রহের জবাব দিতেও পিছপা হয়নি।’

২০১১ সাল থেকে ইরানের মিত্র দেশ সিরিয়ায় তেলবাহী জাহাজ চলাচল নিষিদ্ধ করেছে ইউরোপীয় ইউনিয়ন। তবে এটি কখনও কোনও জাহাজকে সাগরপথে আটকে দেয়নি। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মতো অতো ব্যাপক নিষেধাজ্ঞাও জারি রাখেনি ইউরোপ।