দিল্লিতে রাবার কারখানায় আগুন, মৃত অন্তত ৩

ভারতের রাজধানী দিল্লিতে শনিবার একটি রাবার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ।Fire

সকালে উত্তর-পূর্ব দিল্লির ঝিলমিল ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অবস্থিত কারখানাটিতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় অগ্নিনির্বাপন কর্মীরা। নানা যন্ত্রপাতি নিয়ে তারা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ঝিলমিল ইন্ডাস্ট্রিয়াল এলাকাটি এমনিতেই খুবই জনবসতিপূর্ণ। সেখানে একাধিক কারখানা রয়েছে। রবার প্রস্তুতকারী কারখানাটিতে অগ্নিকাণ্ডের কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।

উদ্ধারকাজে নিয়োজিত দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করার চেষ্টা চলছে।

উপ পুলিশ কমিশনার মেঘনা যাদব জানান, মৃতদের মধ্যে দুইজন নারী এবং একজন পুরুষ। তারা ওই কারখানার কর্মী বলে মনে করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সকাল ৯টার দিকে নাগাদ আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় দমকলের ৩১টি ইঞ্জিন।

উল্লেখ্য, ভারতের শিল্পাঞ্চলগুলোতে কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। ২০১৮ সালের জানুয়ারিতে দিল্লির ভাবনা ইন্ডাস্ট্রিয়াল এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ জনের মৃত্যু হয়। সূত্র: জি নিউজ।