মায়ের জানাজায় অংশ নিতে কয়েক ঘণ্টার জন্য মুক্ত বশির

মায়ের জানাজায় অংশ নিতে কয়েক ঘণ্টার জন্য মুক্তি পেলেন সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমর আল বশির। রুশ সংবাদমাধ্যম রাশিয়া টুডে (আরটি) জানিয়েছে, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে মায়ের জানাজায় অংশ নিতে দেওয়া হয়। তবে দেশটির সামরিক জান্তা সেখানে কোনও সংবাদমাধ্যমকে প্রবেশ করতে দেয়নি।noname
সম্প্রতি খার্তুমের সামরিক হাসপাতালের হেলিপ্যাডে মৃত্যুবরণ করেন ওমর আল বশিরের মা। জীবনের শেষ দিনগুলোতে কারাবন্দি ছেলের সঙ্গে দেখা করতে ব্যাকুল হয়ে পড়েন তিনি। তবে সুদানের জান্তা সরকার তাকে এ সুযোগ দিতে অস্বীকৃতি জানায়।

২০১৯ সালের ১১ এপ্রিল সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন ১৯৮৯ সাল থেকে ক্ষমতায় থাকা সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশির। জ্বালানি ও রুটির দাম বৃদ্ধির এক সরকারি ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষোভের সুযোগ নিয়ে তাকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। গত ৩ জুন একদিনেই বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর রক্তক্ষয়ী অভিযানে নিহত হন ৮৭ জন। আহত হন আরও ১৬৮ জন। এছাড়া রাজধানী খার্তুমের বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের সদস্যরা বেসামরিকদের ওপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

ওমর আল বশিরকে উৎখাতে সেনাবাহিনীকে পৃষ্ঠপোষকতা দেয় সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের মতো দেশগুলো। গত জুনে সুদানের জান্তা সরকারের ধরপাকড় বন্ধের আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। সূত্র: মিডলইস্ট মনিটর।