কাশ্মিরে মিছিলে টিয়ার গ্যাস নিক্ষেপ পুলিশের

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে জুমার নামাজের পর এক বিশাল জমায়েত ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে দেশটির পুলিশ। বিবিসির প্রতিবেদক এই দৃশ্য প্রত্যক্ষ করে প্রতিবেদন প্রকাশ করলেও তা অস্বীকার করেছে ভারত।

cfa9abb6f25c59f7454e5fad6f088cc9-5d4d9860900ca

গত সোমবার (৫ আগস্ট) ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়া হয়। এদিকে জম্মু-কাশ্মিরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে ভারতের পার্লামেন্টে পাস হওয়া একটি বিলও অনুমোদন করেছেন দেশটির রাষ্ট্রপতি। এই পদক্ষেপকে কেন্দ্র করে কাশ্মিরজুড়ে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক অতিরিক্ত সেনা। ইন্টারনেট-মোবাইল পরিষেবা বন্ধ রাখা হয়েছে। গ্রেফতার করা হয়েছে সেখানকার শতাধিক স্থানীয় নেতাকে। আটককৃতদের মধ্যে রয়েছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহও।

শুক্রবার জুমার নামাজের পর জমায়েত হতে থাকে কাশ্মিরিরা। কারফিউ জারির পর এটাই ছিলো সেখানকার সবচেয়ে বড় জমায়েত। বিবিসি জানায়, পরিসিিইথতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালিয়েছে, নিক্ষেপ করেছে টিয়ার গ্যাসও। তবে ভারত সরকারের দাবি, সেই আন্দোলন কখনো হয়নি।