কাবুলে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী হামলা, নিহত ৬৩

আফগানিস্তানের রাজধানী কাবুলে শনিবার রাতে একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। এতে নিহত হয়েছে অন্তত ৬৩ জন। আহত হয়েছে কমপক্ষে ১৮২ জন। স্থানীয় সময় রাত ১০টা ৪০ মিনিটে কাবুলের পশ্চিমাঞ্চলীয় শিয়া-অধ্যুষিত একটি এলাকায় এ বিস্ফোরণ ঘটানো হয়। তবে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।noname
প্রতিবেদনে বলা হয়, হলরুমে বিয়ের অনুষ্ঠান চলাকালে নিজের কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটায় এক আত্মঘাতী হামলাকারী। এ সময় হলরুমভর্তি লোকজন ছিলেন। আকস্মিক বিস্ফোরণের পর মুহূর্তেই ধোঁয়ায় ছেয়ে যায় পুরো হলরুম। লোকজন আতঙ্কে ছোটাছুটি করতে থাকে। ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা যায় অনেকের নিথর দেহ। হতাহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে বলে জানিয়েছেন আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি।noname

বিস্ফোরণের সময় হলটিতে এক হাজারেরও বেশি অতিথি ছিলেন। আফগানিস্তানে বিয়েতে সাধারণত পুরুষদের জন্য আলাদা এবং নারী ও শিশুদের জন্য আলাদা বসার ব্যবস্থা থাকে। বিস্ফোরণটি ঘটানো হয় পুরুষদের হলরুমে। সূত্র: রয়টার্স।