সিএনএন-এর ক্যামেরায় অ্যামাজনের বিপন্নতা

এবছর এখন পর্যন্ত ব্রাজিলে প্রায় ৮০ হাজার আগুনের ঘটনা শনাক্ত হয়েছে, যার অর্ধেকেরও বেশি আগুন লেগেছে অ্যামাজন বনাঞ্চলে। অবশ্য শনিবারও দেশটির উগ্র ডানপন্থী প্রেসিডেন্ট জইর বলসোনারো দাবি করেছেন, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। তবে আগুনের সবচেয়ে খারাপ পরিস্থিতি এখনও আসেনি বলে মনে করেন দেশটির অরণ্যবিনাশ পর্যবেক্ষণকারী গ্রুপ ম্যাপবায়োমাস-এর সমন্বয়ক তাসো আজেভেদো। অ্যামাজনের ভয়াবহ বাস্তবতা উঠে এসেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-্এর সচিত্র এক প্রতিবেদনে। বাংলা ট্রিবিউনের পাঠকের জন্য সেইসব ছবি তুলে ধরা হলো। 

ছবি-১

২৬ আগস্টে তোলা ছবি। পোর্তো ভেলহোর কাছে একটি খামারের কাছে চারণভূমিতে কয়েকটি গবাদি পশু।

ছবি-২

পোর্তো ভেলহোর কাছে জাসুন্দা ন্যাশনাল ফরেস্টগামী সড়কের পাশে কাজ করার ফাঁকে বিশ্রাম নিচ্ছেন দমকলকর্মীরা।

ছবি-৩

ব্রাজিলের হুমাইতাতে আগুনে পুড়ে গেছে এ ইউক্যালিপটাস গাছগুলো। 

ছবি-৪

২৫ আগস্টের ছবি। উপর থেকে তোলা এ ছবিতে পোর্তো ভেলহোর কাছে অ্যামাজনের একটি পুড়ে যাওয়া এলাকা দেখা যাচ্ছে।

ছবি-৫

ব্রাজিলের মানিকোর অঞ্চলে একটি পুড়ে যাওয়া এলাকায় আদিবাসী নেতা অ্যান্টোনিও এনেসিও তেনহারিন।

ছবি-৬

২৪ আগস্টের ছবি, পোর্তো ভেলহোতে জ্বলছে আগুন।

ছবি-৭

পোর্তো ভেলহোর কাছে পুড়ে যাওয়া একটি এলাকায় পড়ে আছে মৃত গরু।

ছবি-৮

২৪ আগস্টের ছবি। উপর থেকে তোলা এ ছবিতে ব্রাজিলের আবুনার কাছে একটি পুড়ে যাওয়া এলাকা দেখা যাচ্ছে।

ছবি-৯

ব্রাজিলের বোচা দো এক্রেতে অ্যামাজনের একটি অংশ।

ছবি-১০

২৩ আগস্ট নেরি দোস সান্তোস সিলভা (ডানে) ব্রাজিলের নোভা সান্তা হেলেনা এলাকায় অগ্নিকাণ্ড দেখছেন। নিজের খামারে যেন আগুন ছড়িয়ে পড়তে না পেরে তার জন্য পরিখা খনন করে রেখেছেন তিনি।

ছবি-১১

পোর্তো ভেলহোতে পুড়ে যাওয়া একটি গাছের ভেতরের অংশ।

ছবি-১২

উপর থেকে তোলা ছবিতে ব্রাজিলের মাতো গ্রোসোতে একটি পুড়ে যাওয়া এলাকা।

ছবি-১৩

নোভো আইরাওতে অ্যামাজনের একটি পুড়ে যাওয়া এলাকা।

ছবি-১৪

পোর্তো ভেলহোতে ধোঁয়ার কুণ্ডলী।

ছবি-১৫

২০ আগস্ট হুমাইতার কাছে উজাড়কৃত একটি বন এলাকায় মুরা আদিবাসীদের একটি দল।

আজেভেদো তার নিবন্ধে বলেন, জুলাই এবং আগস্টে যখন সরকারি পর্যবেক্ষণ ব্যবস্থা বড় ধরনের আগুনের ঘটনা শনাক্ত করে তখন যেসব এলাকায় আগুন লেগেছে সেসব এলাকা এখনও পুরোপুরি জ্বলে ওঠেনি। ব্রাজিলের মহাকাশ পর্যবেক্ষণ সংস্থা আইএনপিই এর তথ্য অনুযায়ী আগস্টের প্রথম ২৬ দিনে আগুনে ব্রাজিলের অ্যামাজনের এক হাজার ১১৪ দশমিট ৮ বর্গকিলোমিটার এলাকা পুড়ে গেছে। পরিবেশবিদ তাসো আজেভেদো লিখেছেন, এখন যা দেখা যাচ্ছে তা সত্যিকার সংকট আর তা ট্রাজেডি হয়ে উঠতে পারে।