কাবুলে মার্কিন দূতাবাস এলাকায় রকেট হামলা

কাবুলে মার্কিন দূতাবাস এলাকায় রকেট হামলা চালানো হয়েছে। ৯/১১-এর ১৮তম বার্ষিকীতে ১১ সেপ্টেম্বর বুধবার ভোরে এ হামলা চালানো হয়। এ সময় দূতাবাস ভবনের বাইরে বিকট আওয়াজে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ধোঁয়ায় ছেয়ে যায় পুরো দূতাবাস চত্বর। দৃশ্যত মার্কিন দূতাবাসকে লক্ষ্যবস্তুতে পরিণত করেই এ হামলা চালানো হয়েছে। তবে এ ঘটনায় কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী বা সংগঠন হামলার দায় স্বীকার করেনি।13
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তালেবানের সঙ্গে শান্তি আলোচনা বাতিলের পর এটিই কাবুলে প্রথম বড় ধরনের হামলা। আফগানিস্তানে নিযুক্ত মার্কিন দূতাবাসের এক কর্মী বিস্ফোরণের খবর নিশ্চিত করেছেন।

এর আগে গত সপ্তাহে দুই গাড়িবোমা বিস্ফোরণে দুই ন্যাটো সদস্যসহ অনেকে নিহত হন।

উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো হয়। সেদিন টুইন টাওয়ার ও ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চালানো হামলায় নিহত হন ২ হাজার ৯৯৭ জন। আহত হন ছয় হাজারেরও বেশি মানুষ। ওই হামলার জন্য বরাবরই আল কায়েদাকে দায়ী করে আসছে ওয়াশিংটন।