জাতিসংঘ অধিবেশনে যোগ দিচ্ছেন না মাদুরো

চলতি বছর জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দেবেন না ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তবে তার দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার নিন্দা জানাতে অধিবেশনে দেশটির  দু’জন শীর্ষ কর্মকর্তা উপস্থিত থাকবেন।  

4bska22319be991h1e5_800C450

নির্বাচনি কারচুপির অভিযোগ আর অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে এ বছরের শুরুতে ভেনেজুয়েলায় বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের সুযোগে ২৩ জানুয়ারি নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে অবৈধ দাবি করে নিজেকে বৈধ অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেন তিনি। এক ভিডিও বার্তায় আকস্মিক অভ্যুত্থানের ঘোষণা দেন গুইদো। ভিডিওতে তার সঙ্গে বেশ কয়েকজন সামরিক সদস্যকেও দেখা যায়। এই অভ্যুত্থানে সমর্থন ঘোষণা করে যুক্তরাষ্ট্র। পরে ওই অভ্যুত্থান প্রচেষ্টা নস্যাতের দাবি করেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি বলেন, ভেনেজুয়েলা কখনোই সাম্রাজ্যবাদী শক্তির কাছে নত হবে না। তখন থেকে এই বিষয়টি নিয়ে বিরোধ চলছে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে।

বৃহস্পতিবার মাদুরো বলেন, চলতি মাসের শেষদিকে অনুষ্ঠেয় জাতিসংঘের অধিবেশনে তার দেশের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ডেলসি রাডরিগেজ ও পররাষ্ট্রমন্ত্রী জর্জ অ্যারিয়াজা অংশ নেবেন। তাদের হাতে থাকবে ভেনিজুয়েলার এক কোটি ২০ লাখ নাগরিকের স্বাক্ষর সম্বলিত একটি চিঠি। তিনি বলেন, ওই চিঠির মাধ্যমে জাতিসংঘকে জানানো হবে ভেনিজুয়েলার বেশিরভাগ মানুষ তাদের দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার চায়।

আর কিছুদিন পরই জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশন শুরু হবে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ১৭-৩০ সেপ্টেম্বর চলবে এই অধিবেশন। এতে যোগ দেবেন বিভিন্ন দেশের নেতারা। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হবে বিতর্ক।