সাইবার হামলার নেপথ্যে চীন: অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার পার্লামেন্ট এবং দেশটির বৃহৎ তিন রাজনৈতিক দলের ওপর সাইবার হামলার নেপথ্যে ছিল চীন। এমন সিদ্ধান্তে উপনীত হয়েছে অসি গোয়েন্দারা। এ ব্যাপারে সরাসরি অবগত পাঁচজন ব্যক্তি রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন। গত মে মাসের সাধারণ নির্বাচনের আগে এ সাইবার হামলা চালানো হয়েছিল। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
অস্ট্রেলিয়ার সাইবার নিরাপত্তা সংস্থা অস্ট্রেলিয়ান সিগন্যালস ডিরেক্টরেট (এএসডি) গত মার্চে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ওই সাইবার হামলার জন্য দায়ী চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়।

বিষয়টির সংবেদনশীলতার কারণে এ তথ্য নিশ্চিত করা ব্যক্তিরা তাদের পরিচয় প্রকাশে অস্বীকৃতি জানিয়েছেন। প্রতিবেদনে বেইজিং-এর সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে যেন বিঘ্ন না ঘটে সেজন্য অনুসন্ধানে প্রাপ্ত তথ্যাবলী গোপন রাখার সুপারিশ করা হয়।