আফগানিস্তানে তালেবানের হামলায় নিহত এক মার্কিনি

আফগানিস্তানে প্রেসিডেন্ট আশরাফ ঘানির নির্বাচনি সমাবেশে তালেবানের আত্মঘাতী হামলায় নিহতদের মধ্যে একজন মার্কিন চাকরিজীবীও রয়েছেন। তবে তার নাম-পরিচয় এখনও জানা যায়নি। একদিন আগেই মাকিন প্রতিরক্ষা বাহিনীর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ‘গ্রিন বেরেট’ সদস্যও প্রাণ হারিয়েছিলেন।

afghanistan_blast_1568719248_725x725

আফগানিস্তানে মঙ্গলবারের দুই বোমা হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠী তালেবান। একটি হামলা চালানো হয়েছে প্রেসিডেন্ট আশরাফ ঘানির নির্বাচনি সভার কাছে।অপর হামলাটি সংঘটিত হয় কাবুলের গ্রিন জোনে। দুই হামলায় নিহত হয়েছেন অন্তত ৩০ জন। হামলার দায় শিকার করে দেওয়া এক বিবৃতিতে তালেবান দাবি করেছে, নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যবস্তু বানাতেই এই হামলা চালিয়েছে তাদের একজন আত্মঘাতী সদস্য।  

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস এর এক প্রতিবেদনে হামলায় মার্কিন নাগরিক নিহতের খবর নিশ্চিত করা হয়েছে। তালেবানের সঙ্গে শান্তি আলোচনা বাতিলের পর এ নিয়ে দুই জন মার্কিন নাগরিক তালেবানের হামলায় প্রাণ হারালেন।

আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় কয়েক মাস ধরে আলোচনার পর সম্প্রতি চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছানোর কথা জানায় তালেবান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। তবে গত সপ্তাহে ওই আলোচনাকে মৃত ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ২৮ সেপ্টেম্বর আফগান প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে হামলা জোরালো করেছে তালেবান। সংগঠনটি সতর্ক করেছে, আফগান সরকার ও বিদেশি বাহিনীর ওপর হামলা তীব্র করে জনগণকে ভোট দেওয়া থেকে বিরত রাখা হবে।