ইন্দোনেশিয়ায় পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে আহত ২৫০, আটক ৬৪৯

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সরকার প্রস্তাবিত এক আইন সংস্কারের প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভে পুলিশের  সঙ্গে সংঘর্ষে অন্তত ২৫০ জন আহত হয়েছেন। মঙ্গলবার পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

thumbs_b_c_4f4b21230b28ce6906e888f5f5f423e8

বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ায় বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ করাসহ বেশ কয়েকটি বিষয়ে নতুন বিধিবিধান যুক্ত করে একটি আইনের খসড়া তৈরি করে দেশটির সরকার৷ এই খসড়া বাতিলের দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে দেশটির বিভিন্ন শহরে আন্দোলন শুরু হয়েছে৷

পুলিশ মুখপাত্র ডেডি প্রাসিতো বলেন, আহতদের মধ্যে ৪১ জন পুলিশ রয়েছেন। হতাহতদের  স্থানীয় হাসপতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত ৬৪৯ জনকে আটকও করা হয়েছে বলে জানান তিনি।

১৯৯৮ সালে সুহার্তোকে ক্ষমতাচ্যুত করতে শিক্ষার্থীদের আন্দোলনের পর এবারের এই বিক্ষোভকে অন্যতম বড় আন্দোলন হিসেবে দেখা হচ্ছে৷ সোমবার জাকার্তায় এই আইনের বিরুদ্ধে হাজার হাজার মানুষ রাজপথে জড়ো হয়। একটা সময় বিক্ষোভকারীরা পাথর ও ককটেল ‍ছুঁড়তে লাগলে সহিংস পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ব্যবহার করে পুলিশ।

নতুন আইনের খসড়ায় বলা হয়েছে, বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক পরস্পরের সম্মতিতে হলেও সেটা দণ্ডনীয় হবে৷ এজন্য দেয়া হতে পারে এক বছরের কারাদণ্ড৷ এছাড়া বিয়ে না করে একসঙ্গে বসবাসের অপরাধেও দেয়া যাবে ছয় মাসের জেল৷ মেডিকেল ইমার্জেন্সি, অর্থাৎ শারীরিক অসুস্থতার কারণে বাধ্য না হলে বা ধর্ষণের ফলে গর্ভধারণ না করলে গর্ভপাত নিষিদ্ধ করার কথাও রয়েছে প্রস্তাবিত আইনে৷

প্রস্তাবিত আইনে দেশটির দুর্নীতি প্রতিরোধ সংস্থাকে ইচ্ছে করে দুর্বল করার প্রচেষ্টা হিসেবে দেখছেন বিক্ষোভকারীরা৷