সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়া ‘পেছন থেকে ছুরিকাঘাত’: কুর্দি বাহিনী

সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের অভিযান ঘোষণার পর যু্ক্তরাষ্ট্রের সেনা সরিয়ে নেওয়াকে ‘পেছন থেকে ছুরিকাঘাত’ বলে মন্তব্য করেছে সিরিয়ায় সক্রিয় থাকা কুর্দি বাহিনী।  সোমবার কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ) এর মুখপাত্র বলেন, ‍যুক্তরাষ্ট্র আমাদের আশ্বাস দিয়েছিলো যে তুরস্ককে তারা প্রবেশ করতে দেবে না।’

_109129012_056355854-1

সোমবার সিরিয়ায় আইএসবিরোধী অভিযান চালানোর ঘোষণা দেয় তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেন, সন্ত্রাসী আস্তানা গুঁড়িয়ে দিতেই তুর্কি সীমান্তবর্তী সিরিয়ার উত্তরাঞ্চলে সামরিক অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে আঙ্কারা। তবে এর আগেই যুক্তরাষ্ট্রও তুর্কি অভিযানের সম্ভাব্যতার কথা জানিয়েছিলো। চূড়ান্ত ঘোষণা আসার পর সেনা সরিয়ে নিতে শুরু করে তারা।

মুখপাত্র কিনো গ্রাব্রিয়েল বলেন, যুক্তরাষ্ট্র আশ্বাস দিয়েছিলো যে তারা তুরস্ককে কোনও সামরিক অভিযান পরিচালনা করতে দেবে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এমন বিবৃতিতে আমার খুবই অবাক হয়েছি। ঘটনাটি পেছন থেকে ছুরিকাঘাত করার সামিল।

ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি পরিচালিত একটি সম্প্রচার মাধ্যম জানায় এসডিএফের সদস্যদের সতর্ক থাকতে বলেছে কুর্দিরা।  

এখন পর্যন্ত সিরিয়ায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সহযোগী ছিলো কুর্দি বাহিনী। আইএস দমনে তারাই যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বেশি সাহায্য করেছিলো। তবে তুরস্ক তাদের সন্ত্রাসী বিবেচনা করে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য সেনা সরিয়ে নেওয়ারিই পক্ষে। তিনি বলেন, এই অদ্ভূত অসীম যুদ্ধ থেকে সরে আসার এখনই ভালো সময়।

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের এক হাজারের বেশি সেনা মোতায়েন রয়েছে। তারা আইএসবিরোধী লড়াইয়ে সিরিয়ার আসাদবিরোধী বিদ্রোহীদের সঙ্গে কাজ করছে। প্রায় ১০ বছর ধরে গৃহযুদ্ধ চলা সিরিয়া থেকে এর আগে মার্কিন সেনা প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প।