আবারও কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ

আবারও কিউবার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মিগুয়েল দিয়াজ ক্যানেল। বৃহস্পতিবার দেশটির জাতীয় পরিষদ পুনরায় তাকে প্রেসিডেন্ট হিসেবে মনোনিত করে। ২০২৩ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন তিনি।

thumbs_b_c_55d4d1aceba5cf6fd57f255c96e8b1cb

চলতি বছর জুলাইয়ে ৪৩ বছর পর সংবিধান সংশোধন করে নতুন এক আইন করে দেশটির সরকার। এতে করে প্রতিনিধি পরিষদের ওপর তিন মাসের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের বাধ্যবাধকতা আসে। সে অনুযায়ী বৃহস্পতিবার প্রেসিডেন্ট নির্বাচন করেন পার্লামেন্ট সদস্যরা। উপস্থিত ৫৮০ জনের মধ্যে ৫৭৯ জনই তাকে ভোট দেন। 

 সালভেদর ভালদেস মেসা কিউবার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। জাতীয় পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন এসতেবান লাজো। আগামী ডিসেম্বরে প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন দিয়াজ ক্যানেল। ১৯৫৯ থেকে ১৯৭৬ পর্যন্ত কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল ক্যাস্ত্রোর শাসনামলের পর দশটিতে কখনও প্রধানমন্ত্রী  ছিলেন না।