কেনিয়ায় মাইন বিস্ফোরণে অন্তত ১১ পুলিশ নিহত

কেনিয়ার উত্তরাঞ্চলীয় শহর গ্যারিসায় রাস্তার পাশে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে অন্তত এগারো পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার সোমালিয়ার সীমান্তের কাছে টহল দেওয়ার সময় ওই বিস্ফোরণ ঘটে। তাৎক্ষণিকভাবে কোনও গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে প্রাথমিক তদন্তে এ হামলার পেছনে আল-শাবাব বিদ্রোহী গোষ্ঠীর সংশ্লিষ্টতা পেয়েছে বলে দাবি করেছে পুলিশ।

ad8f8fefb68945d79422c6902abba267

স্থানীয় সংবাদমাধ্যমকে ওই বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তারা।

প্রাথমিক তদন্তের পর পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ‘হামলার পেছনে রয়েছে সোমালিয়ার বিদ্রোহী গোষ্ঠী আল-শাবাব। বিস্ফোরণে পুলিশকে বহনকারী গাড়িটি মারত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলাকারীদের ধরতে ওই এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী পাঠানো হয়েছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে জানিয়েছেন, ‘গ্যারিসার হরেহরেতে অবস্থিত সাধারণ পরিষেবা ইউনিটের অংশ ছিলেন ওই পুলিশ কর্মকর্তারা।’

এর আগে জুনে একই ধরনের আরেকটি বিস্ফোরণে কেনীয় পুলিশের ১২ জন সদস্য নিহত হয়েছিল।