মালিতে জঙ্গি হামলায় ৫৩ সেনা নিহত

পশ্চিম আফ্রিকার দেশ মালির যোগাযোগমন্ত্রী ইয়াইয়া সানগারে জানিয়েছেন, দেশটির উত্তর-পূর্বাঞ্চলের একটি সেনা ঘাঁটিতে জঙ্গি হামলায় অন্তত ৫৩ সেনা নিহত হয়েছেন। শুক্রবারের (১ নভেম্বর) ওই হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও ওই হামলার দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চিনহুয়া এসব তথ্য জানিয়েছে।

af1cc6f165faca1972cf0319c9c2b41a3a987ad7

এর আগে সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছিলো, শুক্রবার শেষরাতের ওই জঙ্গি হামলায় সেনা নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। মানেকা অঞ্চলেরও ওই ল্যান্ডমাইন (মাটিতে পুতে রাখা বিস্ফোরক) হামলার তদন্ত চলছে। এর আগে গত ৩০ সেপ্টেম্বর মধ্যাঞ্চলীয় মালিতে দুটি সেনা ঘাঁটিকে সমন্বিত হামলায় ৩৮ জন সেনাসদস্য নিহত হয়। ওই অঞ্চলে ফরাসি বাহিনী ও অন্যান্য বাহিনীর উপস্থিতি এবং সরকারের নিয়ন্ত্রণ থাকা সত্ত্বেও এমন ভয়াবহ হামলার ঘটনা ঘটে।

মালির উত্তরাঞ্চল বহুদিন ধরেই অস্থিতিশীল। ২০১২ সালে সেখানকার বহু এলাকা দখল করে নেয় আল-কায়েদাপন্থী জঙ্গিরা। এতে করে ওই এলাকার বিদ্রোহী গোষ্ঠী তুয়ারেগ কোণঠাসা হয়ে পড়ে। ২০১৩ সালের জানুয়ারিতে ফ্রান্সের নেতৃত্বাধীন পাঁচ জাতির বাহিনী (জি-ফাইভ সাহেল নামে পরিচিত) অভিযান চালিয়ে জঙ্গিদের উৎখাত করলেও পরে ওই অঞ্চলের জন্য হুমকি হয়ে ওঠে জঙ্গিরা। তবে চলতি বছরে সেনাবাহিনীর বিরুদ্ধে এটাই সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা।