আইএস নেতা বাগদাদির স্ত্রীকে আটকের দাবি তুরস্কের

যুক্তরাষ্ট্রের অভিযানে আত্মঘাতী হওয়া ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল বাগদাদির স্ত্রীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। বাগদাদি নিহতের সপ্তাহখানেক পর সিরিয়া থেকে তার এক বোনকে আটকের পর এবার তার স্ত্রীকে আটক করা হলো। বুধবার আঙ্কারায় এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

10600bacec69449da87161edb97e5e97_18

এরদোয়ান বলেন, ‘যুক্তরাষ্ট্র বলেছে, বাগদাদি একটি সুড়ঙ্গের ভেতর আত্মঘাতী হয়েছেন। তারা এ বিষয়টি নিয়েই গণমাধ্যমে প্রচার শুরু করেছে। আমি এই প্রথম ঘোষণা করছি, আমরা বাগদাদির স্ত্রীকে আটক করেছি তবে মার্কিনিদের মতো এ নিয়ে হইচই করিনি। একইভাবে আমরা বাগদাদির বোন ও বোনের স্বামীকেও সিরিয়া থেকে আটক করেছি।’ তবে এ বাগদাদির স্ত্রীকে কোথা থেকে আটক করা হয়েছে সে ব্যাপারিে বিস্তারিত তথ্য দেননি তিনি।

এ সপ্তাহের শুরুর দিকে নাম প্রকাশে অনিচ্ছুক তুরস্কের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছিলেন, তুরস্ক বাগদাদির বোন, বোনের স্বামী ও ছেলের স্ত্রীকে আটক করেছে এবং তাদের কাছ থেকে আইএস এর বিষয়ে গোপন তথ্য পাওয়ার আশা করছে।

এর আগে হোয়াইট হাউজের পক্ষ থেকে দাবি করা হয়, গত ২৬ অক্টোবর সিরিয়ায় মার্কিন অভিযান চলাকালে আত্মঘাতী বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দিয়েছেন বাগদাদি। পরে ওই অভিযানের স্যাটেলাইট ভিডিও প্রকাশ করে ওয়াশিংটন। সবশেষ ৩১ অক্টোবর আইএস-এর পক্ষ থেকেও বাগদাদি হত্যার সত্যতা নিশ্চিত করে জঙ্গিদের নতুন নেতার নাম ঘোষণা করা হয়।