আল রাসাসি মসজিদ বন্ধ করে দিলো ইসরায়েল

জেরুজালেমের অন্যতম পবিত্র মসজিদ আল রাসাসি বন্ধ করে দিয়েছে ইসরায়েল।  বুধবার আল আকসা মসজিদের কাছে অবস্থিত এই উপাসনালয়টি ছয় মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।noname

জায়নবাদী রাষ্ট্র ইসরায়েলের অস্তিত্ব স্বীকার করে না বেশিরভাগ মুসলিম দেশ। তবে ইসরায়েল নিয়ন্ত্রিত জেরুজালেমেই রয়েছে ইসলাম ধর্মাবলম্বীদের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা। দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্কের সুযোগে এই মসজিদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে জর্ডান সরকারের কর্তৃপক্ষ। তাদের কার্যালয় হিসেবে আল রাসাসি মসজিদের অংশ বিশেষ ব্যবহৃত হচ্ছে বলে দাবি করে ছয় মাসের জন্য তা বন্ধ করে দিয়েছে ইসরায়েল।

ইসরায়েলি পুলিশের অভিযানের পর পূর্ব জেরুজালেমে অবস্থিত ফিলিস্তিনি রাষ্ট্রীয় টেলিভিশন ও ফিলিস্তিনি ন্যাশনাল এডুকেশন ডিরেক্টরেটও ছয় মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের পর পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। ১৯৮০ সালে আনুষ্ঠানিকভাবে পুরো শহরটির দখল নিয়ে রাজধানী ঘোষণা করে তারা।