দিল্লির কারখানা ভবনে আগুন, ৩৫ জনের প্রাণহানি

ভারতের রাজধানী দিল্লিতে ছয়তলা একটি কারখানা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার ভোরে দিল্লির রানি ঝাঁসি রোডের আনাজ মান্ডিতে অবস্থিত ওই ভবনটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে এখন পর্যন্ত দগ্ধ হয়ে অন্তত ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।13
অগ্নিকাণ্ডের যখন সূত্রপাত হয়, ভোরবেলা হওয়ায় সে সময় শ্রমিকরা কারখানা ভবনের ভেতর ঘুমিয়ে ছিল। এদিকে আগুনের তীব্রতায় কালো ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো এলাকা। আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনীর ৩০টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ইতোমধ্যে তাদের প্রচেষ্টায় ঘটনাস্থল থেকে প্রায় ৫০ জনকে উদ্ধার করা হয়েছে। ভেতরে আর কেউ আটকে রয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। দগ্ধদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার কাজের জন্য ওই এলাকার রাস্তা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য টাইমস অব ইন্ডিয়া।