বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী ফিনল্যান্ডের সানা

বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী পেল ফিনল্যান্ড। রবিবার সোশ্যাল ডেমোক্র্যাট দল থেকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ৩৪ বছর বয়সী সানা মেরিন। এর আগে তিনি দেশটির পরিবহনমন্ত্রী ছিলেন। কেবল ফিনল্যান্ড নয়, গোটা বিশ্বই এর আগে এতো কম বয়সী প্রধানমন্ত্রী পায়নি।

noname

গত মঙ্গলবার এক আস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন অ্যান্তি রিনে। এর পর রবিবার দলীয় নেতাদের ভোটাভুটিতে নির্বাচিত হন সানা। রবিবার রাতে তিনি সাংবাদিকদের বলেন, ‘পুনরায় আস্থা অর্জনে আমাদের একত্রে অনেক কাজ করতে হবে।’

বয়স নিয়ে এক প্রশ্নের জবাবে সানা সাংবাদিকদের বলেন, ‘আমি আমার বয়স বা লিঙ্গ সম্পর্কে কখনও ভাবিনি, রাজনীতিতে যে কারণে এসেছি সেই বিষয়গুলোর কথা ভাবি, যার জন্য আমরা ভোটারদের আস্থা অর্জন করেছি।’

ফিনল্যান্ডের সর্ববৃহৎ পত্রিকা 'হেলসিংইন সানোমাত ও ইলটা সানোমাত ট্যাবলয়েড' বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে সানা মেরিনের দায়িত্ব নেওয়ার খবর প্রকাশ করেছে।

সানার বাইরে কমবয়সী প্রধানমন্ত্রীদের মধ্যে আছেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডেন (৩৯), ইউক্রেনের ওলেসি হংচারুক (৩৫) এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন (৩৫)।