X
রবিবার, ১৮ মে ২০২৫
৩ জ্যৈষ্ঠ ১৪৩২

পুতিন-জেলেনস্কির সঙ্গে সোমবার কথা বলবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৭ মে ২০২৫, ২৩:৫১আপডেট : ১৭ মে ২০২৫, ২৩:৫১

ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সোমবার ফোনে কথা বলবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ট্রাম্প বলেন, সোমবার সকাল ১০টায় (ইস্টার্ন টাইম অনুযায়ী) পুতিনের সঙ্গে ফোনালাপ হবে। আলোচনার মূল বিষয় হবে ইউক্রেন যুদ্ধ বন্ধ করা এবং বাণিজ্য সম্পর্ক।

তার ভাষায়, এই ‘রক্তপাত’ বন্ধ করাই আলোচনার মূল বিষয়, যেখানে প্রতিসপ্তাহে গড়ে পাঁচ হাজারের বেশি রুশ ও ইউক্রেনীয় সেনা প্রাণ হারাচ্ছেন।

গত সপ্তাহে উপসাগরীয় অঞ্চলে অবস্থানকালে তুরস্কে অনুষ্ঠিত রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় নিজে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছিলেন ট্রাম্প। তিনি প্রস্তাব দেন, যদি পুতিনও অংশ নেন, তাহলে তিনিও ইস্তাম্বুলে গিয়ে আলোচনায় যোগ দেবেন। তবে রুশ প্রেসিডেন্ট তার সেই প্রস্তাব গ্রহণ করেননি।

ইস্তাম্বুলে শুক্রবার রাশিয়া-ইউক্রেন মুখোমুখি শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। যা গত তিন বছরে দুই দেশের মধ্যে প্রথম সরাসরি বৈঠক। এর পরই ট্রাম্প শান্তি আলোচনায় সক্রিয় ভূমিকা নেওয়ার ঘোষণা দেন।

ট্রাম্প আরও জানান, পুতিনের সঙ্গে ফোনালাপের পর তিনি জেলেনস্কির সঙ্গেও কথা বলবেন। পাশাপাশি, ন্যাটোর বিভিন্ন সদস্য দেশের প্রতিনিধিদের সঙ্গেও যোগাযোগ করবেন তিনি।

ট্রাম্প তার পোস্টে লিখেছেন, আশা করছি দিনটি ফলপ্রসূ হবে, যুদ্ধবিরতি কার্যকর হবে এবং এই ভয়াবহ যুদ্ধ, যেটি শুরু হওয়াই উচিত ছিল না—শেষ হবে।

তবে মস্কোর পক্ষ থেকে আপাতত শান্তিচুক্তিতে আগ্রহের ইঙ্গিত পাওয়া যায়নি। ইস্তাম্বুল আলোচনায় রুশ প্রতিনিধিরা স্পষ্ট জানিয়ে দেন, কিয়েভকে প্রথমে রাশিয়ার দাবি করা সব অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে হবে, তবেই তারা যুদ্ধবিরতির কথা বিবেচনা করবে। রয়টার্সকে এসব তথ্য নিশ্চিত করেছেন আলোচনার সঙ্গে জড়িত এক জ্যেষ্ঠ ইউক্রেনীয় কর্মকর্তা।

 

/এএ/
সম্পর্কিত
সমঝোতা হলে জেলেনস্কির সঙ্গে পুতিনের বৈঠক হতে পারে: রাশিয়া
দক্ষিণ কোরিয়ায় টায়ার কারখানায় ভয়াবহ আগুন, উৎপাদন বন্ধ
গাজায় ইসরায়েলি হামলায় চব্বিশ ঘণ্টায় নিহত ১৪৬
সর্বশেষ খবর
বিমানের চাকা খুলে পড়ার কারণ সম্পর্কে যা জানা গেলো
বিমানের চাকা খুলে পড়ার কারণ সম্পর্কে যা জানা গেলো
মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে যুবলীগ নেতাকে পুলিশে সোপর্দ
মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে যুবলীগ নেতাকে পুলিশে সোপর্দ
আ.লীগ নেতাসহ শতাধিক ব্যবসায়ীর এনসিপিতে যোগদান
আ.লীগ নেতাসহ শতাধিক ব্যবসায়ীর এনসিপিতে যোগদান
ইমনের বিশেষ সেঞ্চুরি, প্রশংসা পেলেন অধিনায়কের
ইমনের বিশেষ সেঞ্চুরি, প্রশংসা পেলেন অধিনায়কের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
ছাত্রলীগের ১৫ জন মিলে চার মিনিটের মিছিল, আটক তিন
ছাত্রলীগের ১৫ জন মিলে চার মিনিটের মিছিল, আটক তিন
বাংলাদেশি পণ্য আমদানিতে কঠোর হলো ভারত
বাংলাদেশি পণ্য আমদানিতে কঠোর হলো ভারত