মানব উন্নয়ন সূচকে অগ্রগতি বাংলাদেশের

২০১৯ সালের মানব উন্নয়ন সূচকে (এইচডিআই) এক ধাপ অগ্রগতি হয়েছে বাংলাদেশের। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রকাশিত এ সূচকে বাংলাদেশের অবস্থান ১৩৫তম। আগের বছর এ অবস্থান ছিল ১৩৬ তম।13
স্বাস্থ্য, বৈষম্য, দারিদ্র্য, কর্মসংস্থান, যোগাযোগ, পরিবেশের ভারসাম্য, নিরাপত্তার মতো বিষয়গুলো পর্যালোচনা এ সূচক তৈরি করে ইউএনডিপি।

এবারও তালিকায় স্থান পেয়েছে ১৮৯টি দেশ। এর মধ্যে শীর্ষে রয়েছে নরওয়ে। এরপর রয়েছে যথাক্রমে সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, জার্মানি ও হংকং-এর নাম। তালিকায় ছয় নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। এরপর রয়েছে যথাক্রমে আইসল্যান্ড, সুইডেন, সিঙ্গাপুর ও নেদারল্যান্ডসের নাম।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ৭১ নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। ভারত ও পাকিস্তান রয়েছে যথাক্রমে তালিকার ১২৯ ও ১৫২ নম্বরে।

এবারের প্রতিবেদনে বাংলাদেশিদের বার্ষিক মাথাপিছু আয় (জিএনআই) ৪ হাজার ৫৭ ডলার উল্লেখ করা হয়েছে। প্রত্যাশিত আয়ুষ্কাল দেখানো হয়েছে ৭২ বছর ৩ মাস। ইন্টারনেট ব্যবহারকারীর হার উল্লেখ করা হয়েছে মোট জনসংখ্যার ১৫ শতাংশ।