সোমালিয়ায় বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯০

আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণে ১৭ পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৯০ জন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক। শনিবার (২৮ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে একটি চেকপোস্ট লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটিতে কর্মরত একটি আন্তর্জাতিক সংস্থা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে। এখন পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

download

১৯৯১ সালে সেনা শাসনের অবসান হওয়ার পর থেকে সোমালিয়াতে সহিংসতা ও অস্থিতিশীলতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। প্রেসিডেন্ট মোহামেদ সিয়াদ বারে ক্ষমতাচ্যুত হলে দেশের যুদ্ধবাজ গোত্রপতিরা হানাহানিতে জড়িয়ে পড়লে দেশটি কার্যত একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। ২০১২ সালে দেশটিতে জাতিসংঘ সমর্থিত সরকার দায়িত্ব নেয়। এরপর থেকে আল শাবাব জঙ্গি গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও সোমালিয়ার গ্রামীণ এলাকায় তারা এখনও তৎপর। জাতিসংঘ সমর্থিত সরকারের পতনের লক্ষ্যে সেখানে প্রায় বোমা হামলা চালায় ওই জঙ্গিরা। নাম প্রকাশ না করার শর্তে একটি আন্তর্জাতিক সংস্থাটি জানিয়েছে, সাম্প্রতিক হামলাগুলোর মধ্যে এটাই সবচেয়ে বড় হামলা।

শনিবার সকালে মোগাদিসুতে গাড়ি বোমা হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত চিত্রে দেখা গেছে, ওই অঞ্চলের আকাশে কালো ধোঁয়া উড়ছে।

আন্তর্জাতিক সংস্থাটি জানিয়েছে, নিহতের সংখ্যা ৯০ ছাড়িয়েছে। সোমালিয়ার একজন আইনপ্রণেতার টুইটবার্তায় দেখা গেছে, ওই বোমা হামলায় ১৭ পুলিশ কর্মকর্তাসহ নিহতের সংখ্যা ৯০ এর অধিক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আওয়াদ জানিয়েছেন, নিহতদের মধ্যে অনেক শিক্ষার্থী ও তুরস্কের দুই নাগরিকও রয়েছে। দেশটির অ্যাম্বুলেন্স সার্ভিসের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অর্ধশতাধিক ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে।

1234

তিনজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বোমা হামলার স্থলে রাস্তার নির্মাণ কাজ করছিলেন তুরস্কের ইঞ্জিনিয়ারদের এক ছোট দল। বিস্ফোরণের পর তাদের গাড়িটি পুরোপুরি বিধ্বংস্ত হয়। বিস্ফোরণের পর ঘটনাস্থলে মোগাদিসুর মেয়র ওমর মোহাম্মদ সাংবাদিকদের বলেছিলেন, বিস্ফোরণে অন্তত ৯০ জন আহত হয়েছে বলে সরকার নিশ্চিত করছে। এদের বেশিরভাগই শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী আহমেদ মোয়ালিম ওয়ারসেম বলেন, ‘আমি অনেক মরদেহ দেখেছি। তাদের সবাই বেসামরিক নাগরিক। ৩০ জনেরও বেশি আহত হয়েছে। এটা একটা কালোদিন।’ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আলি আবদি আলি হোশৌ বলেন, ওই চেকপোস্টটি রাষ্ট্রীয় টোল সংগ্রহের কাজে ব্যবহৃত হতো। এ কারণে সকালে সেখানে অনেক বেসামরিক লোক ছিল।