সুদানে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৮

উত্তর আফ্রিকার দেশ সুদানের পশ্চিম দারফুর রাজ্যে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ১৮ জন নিহতের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাতে রাজ্যের রাজধানী এল জেনেইনার বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিট পর অ্যান্তোনভ-১২ মডেলের বিমানটি বিধ্বস্ত হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

1d2bce3a3de84b2a81b209a07ea7caaa_18

সেনাবাহিনীর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, এল জেনেইনার বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র পাঁচ মিনিটের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় নিহতদের মধ্যে বিমানটির সাত ক্রু, তিন বিচারক এবং আট বেসামরিক নাগরিকও রয়েছেন। আট বেসামরিকের মধ্যে চার শিশুও রয়েছে। তবে এখনও পর্যন্ত বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ জানাতে পারেনি কর্তৃপক্ষ।

সুদানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দারফুর রাজ্যে সম্প্রতি বেশ কিছু জাতিগত সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ চলছে। ওই এলাকায় জরুরি সহায়তা দিতে যাওয়ার পথেই বিধ্বস্ত হয় বিমানটি। দেশটির রেড ক্রিসেন্ট জানিয়েছে, চলতি সপ্তাহে পশ্চিম দারফুরে সহিংসতার ঘটনায় কমপক্ষে ৪৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৪১ জন। এলাকাটিতে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছিল বিমানটি।

উল্লেখ্য, দুর্বল রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা শিথিল হওয়ায় সুদানে মাঝেমধ্যেই বিমান দুর্ঘটনা ঘটে।