ট্রাম্পের টুইটবার্তা নিয়ে ‘রসিকতা’ করে বরখাস্ত মার্কিন অধ্যাপক

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি টুইটবার্তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রসিকতামূলক স্টাট্যাস দেন ভারতীয় বংশোদ্ভূত এক মার্কিন অধ্যাপক। তাকে চাকরিচ্যুত করা হয়েছে। বরখাস্ত হওয়া ওই অধ্যাপকের নাম আশিন ফানসে। তিনি ম্যাসাচুসেটসের ব্যাবসন কলেজে অধ্যাপনা করতেন। সোমবার (১৩ জানুয়ারি) ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

Capture

ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর তেহরান-ওয়াশিংটন উত্তেজনার মধ্যে ইরানের ৫২টি গুরুত্বপূর্ণ ও সাংস্কৃতিক স্থাপনায় হামলার হুমকি দিয়ে টুইট করেন ট্রাম্প। ট্রাম্পের টুইটের প্রতিক্রিয়ায় ওই মার্কিন অধ্যাপক তার ফেসবুক লিখেছিলেন, ইরানেরও উচিত বোমা হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের ৫২টি স্থাপনা ঠিক করা। যেমন, মিনেসোটার মল অব আমেরিকা বা কার্দাশিয়ানের বাসভবন। এরপরই ওই অধ্যাপক সমালোচনার মুখে পড়েন।

মার্কিন সম্প্রচারমাধ্যম ডব্লিউবিজেড’র প্রতিবেদনে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের ব্যাবসন কলেজ কর্তৃপক্ষ বলছে, আশিন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে যে মন্তব্য প্রকাশ করেছেন, তা এই শিক্ষা প্রতিষ্ঠানের মূল্যবোধ ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করে না। এ কারণে তাকে চাকরিচ্যুত করা হয়েছে।’

গত সপ্তাহে এই অধ্যাপক তার ফেসবুক পোস্ট প্রকাশের পর ব্যাপক সমালোচনার মুখে ক্ষমা চেয়েছেন। ভারতীয় বংশোদ্ভূত ওই অধ্যাপক জানিয়েছেন, অসতর্কতার সঙ্গে তিনি ফেসবুকে মজা করেছেন। তবে ওই রসিকতাকে হুমকি হিসেবে নেওয়া হয়েছে।

বরখাস্তের পর আশিন ফানসে বলেছেন, ‘আমি ফেসবুকে বন্ধুদের সঙ্গে রসিকতার জন্য এটা করেছিলাম। তবে লোকজন ওই মজাকে ইচ্ছাকৃতভাবে ভুল ব্যাখ্যা করেছে। আশা করি, কলেজ কর্তৃপক্ষ আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেবে এবং আমার বাকস্বাধীনতার অধিকারের প্রতি সমর্থন দেবে।’

কলেজ কর্তৃপক্ষ বলছে, তারা এমন হুমকিমূলক শব্দ বা কার্যক্রমের নিন্দা জানায়, যার মাধ্যমে সহিংসতা বা হিংসা ছড়াতে পারে।