মধ্যপ্রাচ্যে ‘বৃহত্তম’ সামরিক ঘাঁটি চালু করলো মিসর

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় সামরিক ঘাঁটি উদ্বোধন করেছেন। বার্নিস নামের এই ঘাঁটিটি লোহিত সাগর অঞ্চলে অবস্থিত। দেশটির সরকারি সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে মিডলইস্ট মনিটর।

egyptian-army-egyptian-military-missiles

খবরে বলা হয়েছে, বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেশ কয়েকটি আরব দেশের মন্ত্রী ও কর্মকর্তারা। এদের মধ্যে ছিলেন আবু ধাবির যুবরাজ ও সংযুক্ত আরব আমিরাতের সেনাবাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার মোহাম্মদ বিন জায়েদ সুলতান আল-নাহিয়ান।

দেড় লাখ একর ভূমিতে নির্মিত বার্নিস ঘাঁটিটি মিসরের সবচেয়ে নতুন ঘাঁটি। মিসরের দক্ষিণাঞ্চলীয় সীমান্তের লোহিত সাগরে এটি অবস্থিত। এখানে রয়েছে একটি নৌ-ঘাঁটি, একটি বিমান ঘাঁটি ও একটি সামরিক হাসপাতাল। এছাড়া রয়েছে কমব্যাট ও প্রশাসনিক ইউনিটসহ সব ধরনের অস্ত্রের প্রশিক্ষণের ব্যবস্থা।

এর আগে ২০১৭ সালে সিসি মিসরের মোহাম্মদ নাগুইব সামরিক ঘাঁটি উদ্বোধন করেন। এটা ছিল দেশটির প্রথম সামরিক ঘাঁটি। মিসরের পূর্বাঞ্চলীয় মাত্রুহ প্রদেশের উপকূলীয় এলাকায় এটি অবস্থিত।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে মিসরের প্রেসিডেন্ট সিসি ‘কাদের ২০২০’ সামরিক মহড়া প্রত্যক্ষ করেন।