রাশিয়ার নতুন প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন

রাশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে মিখাইল মিশুস্তিনের নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রধানমন্ত্রীর পদ থেকে দিমিত্রি মেদভেদের পদত্যাগের ঘোষণার পর মিশুস্তিনকে মননোয়ন দেন পুতিন। আর দেশটির ক্ষমতাসীন ‘ইউনাইটেড রাশিয়া পার্টি’ সর্বসম্মতিক্রমে মিশুস্তিনকে প্রধানমন্ত্রী পদের জন্য মনোনয়ন দেওয়ার পর পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমায় ৪২৪ ভোটের মধ্যে ৩৮৩ ভোট পান তিনি। এরপরই তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের আদেশে স্বাক্ষর করেন পুতিন।

Capture

বুধবার (১৫ জানুয়ারি) পার্লামেন্টের বার্ষিক ভাষণে প্রধানমন্ত্রীসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদের ব্যক্তি নির্বাচনে পার্লামেন্টকে ক্ষমতা দেওয়ার প্রস্তাব দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রেসিডেন্টের থেকে প্রধানমন্ত্রীকে বেশি ক্ষমতা দেওয়ার সুপারিশ করা হয়েছে। এই প্রস্তাব বাস্তবায়নে প্রয়োজনে দেশব্যাপী গণভোটও চেয়েছেন পুতিন। তবে সমালোচকদের দাবি ২০২৪ সালে বর্তমান মেয়াদ শেষের পরেও ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকতেই এই পরিবর্তন আনার পরিকল্পনা নিয়েছেন তিনি। এরপরই প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ পদত্যাগ করেন।

জানা গেছে, মিখাইল মিশুস্তিন এর আগে রাশিয়ার কর বিভাগের প্রধান হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। ৫৩ বছর বয়সী মিশুস্তিন ১৯৯৯ সাল থেকে আমলা হিসেবে দায়িত্বরত আছেন। তিনি ২০১০ সাল থেকে ফেডারেল ট্যাক্স সার্ভিসের প্রধানের দায়িত্ব পালন করছেন।

এদিকে পুতিনের কাছে পদত্যাগপত্র দেওয়ার পর দিমিত্রি মেদভেদ এখন রাশিয়ার প্রভাব বিস্তারকারী নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন।