দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলন শুরু

সুইজারল্যান্ডের দাভোসে শুরু হয়েছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ৫০তম সম্মেলন। ২১ জানুয়ারি মঙ্গলবার থেকে শুরু হওয়া এ আয়োজন চলবে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত। ইতোমধ্যেই সম্মেলনে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বনেতা ও ব্যবসায়ীরা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।noname
প্রতি বছরের জানুয়ারিতে দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং করপোরেট প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের নিয়ে সুইজারল্যান্ডের দাভোসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মূলত আঞ্চলিক, আন্তর্জাতিক ও শিল্প সংক্রান্ত এজেন্ডাগুলো গুরুত্ব পায়।

১৯৭১ সালে একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ)। ২০১৫ সালের জানুয়ারিতে সুইস ফেডারেল সরকারের আইনে আন্তর্জাতিক সংস্থার স্বীকৃতি পায় জেনেভাভিত্তিক এ সংগঠন। এটি বিশ্বের রাষ্ট্রগুলোকে ব্যবসায়িক, রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিকভাবে এগিয়ে নিতে অঙ্গীকারাবদ্ধ।

এবারের সম্মেলনে পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলা, শিক্ষা, কর্মসংস্থান ও শিল্প উদ্যোগের মতো বিষয়গুলোতে জোর দেওয়া হবে।