চীনের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে চীনের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র। সোমবার টুইটারে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
টুইটারে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, ‘এ ভাইরাস নিয়ে আমরা চীনের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখছি। যুক্তরাষ্ট্রে এর সংক্রমণের খবর খুব কম পাওয়া গেছে। তবে আমরা বিষয়টির প্রতি দৃঢ়ভাবে নজর রাখছি। আমরা চীন ও দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং-কে প্রয়োজনীয় যে কোনও সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছি। আমাদের বিশেষজ্ঞরা অসাধারণ!

২৭ জানুয়ারি সোমবার পর্যন্ত চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ৮১ জনের মৃত্যু হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে প্রাণহানির এ সংখ্যা নিশ্চিত করা হয়েছে। মৃতদের মধ্যে ২৫ জনই হুবেই প্রদেশের।

ইতোমধ্যেই আক্রান্তের সংখ্যা দুই হাজার ৭৪৪ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে তাদের বিরুদ্ধে প্রাণহানি ও আক্রান্তের প্রকৃত সংখ্যা নিয়ে তথ্য গোপনের অভিযোগ উঠেছে। সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়া এক ভিডিওতে মাস্ক পরিচিত উহান শহরের একজন চিকিৎসাকর্মী জানিয়েছেন, দেশটিতে ভাইরাসে আক্রান্তের সংখ্যা ইতোমধ্যেই ৯০ হাজার ছাড়িয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটিকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং।

চীনে আক্রান্ত ও মৃতের বেশিরভাগ খবর মূলত হুবেই প্রদেশ থেকেই আসছে। তবে জাতীয় পর্যায়ে এ সংক্রান্ত বিশদ কোনও ডাটা প্রকাশ করেনি কর্তৃপক্ষ। অবশ্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ ভাইরাসের উৎপত্তিস্থল হুবেই প্রদেশের উহান শহরে গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। উহানসহ মোট তিনটি অঞ্চলের প্রায় দুই কোটি মানুষকে শহর থেকে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শিল্প ও পরিবহন কেন্দ্র হিসেবে জনপ্রিয় ও জমজমাট শহর উহানে এখন কার্যত সুনসান নীরবতা বিরাজ করছে। সূত্র : আল জাজিরা, রয়টার্স।