আফগানিস্তানে মার্কিন নাগরিক অপহৃত

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের এক নাগরিক অপহৃত হয়েছেন। ৩০ জানুয়ারি দেশটির খোস্ত প্রদেশ থেকে মার্ক ফ্রেরিস নামের ওই মার্কিন ঠিকাদারকে অপহরণ করা হয়। কোনও গোষ্ঠী এখনও ওই ঘটনার দায় স্বীকার করেনি। তবে দেশটির সশস্ত্র গোষ্ঠী হাক্কানি নেটওয়ার্ক তাকে অপহরণ করেছে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন।

130603131322-state-dept-exterior-file-gi-exlarge-169

সিএনএনকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, অপহৃত ব্যক্তিকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে মার্কিন বাহিনী। তবে ওই ঠিকাদার সরকারের হয়ে কাজ করছিলেন কীনা সে বিষয়ে নিশ্চিত করতে পারেনি সিএনএন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘দেশের বাইরে মার্কিন নাগরিকদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারমূলক কাজ।’ তবে এ বিস্তারিত তথ্য দেননি তিনি।

সম্প্রতি আফগানিস্তানে মার্কিন বাহিনী লক্ষ্য করে হামলার পরিমাণ বাড়িয়েছে তালেবান ও অন্যান্য বিদ্রোহী গোষ্ঠী। এসব হামলা সত্ত্বেও সেখান থেকে সেনা কমানোর চিন্তা করছে মার্কিন প্রশাসন। এমন সময় ওই মার্কিন নাগরিকের অপহরণের খবর সামনে এলো।