করোনা ভাইরাস নিয়ে জরুরি বৈঠকে ইইউ

বিশ্বজুড়ে করোনা ভাইরাস আতঙ্কে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। সংস্থাটি জানিয়েছে বৃহস্পতিবার ইইউ স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে ওই বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন প্রতিনিধিও থাকবে।  

1195315561.jpg

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরের একটি বন্যপ্রাণীর বাজার থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস। একপর্যায়ে এই ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি (হেলথ ইমার্জেন্সি) ঘোষণা করে ডব্লিউএইচও। অন্তত ২৮টি দেশে শনাক্ত হয়েছে এই ভাইরাস।ইতোমধ্যে এ ভাইরাসে মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে, আক্রান্ত হয়েছেন আরও ৪০ হাজার ১৭১ জন।

দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক ইউরোপীয় কমিশনার জ্যানেজ লেনারিক বলেন, এই মহামারি ঠেকাতে আমাদের সবাইকে একত্রিত হতে হবে।

এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে ৩৩ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে।