জেরুজালেমে ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

জেরুজালেমের পুরনো শহরের বাইরে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি পুলিশ। শনিবার এই হত্যাকাণ্ডের পর ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি ওই ব্যক্তি হামলার চেষ্টা চালানোর পর তাকে গুলি করা হয়।noname

ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, প্রত্যক্ষদর্শীরা বলেছেন ওই ব্যক্তিকে একাধিকবার গুলি করা হলে লায়ন’স গেটের কাছে পড়ে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। পরে ইসরায়েলি চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে হালকা নীল রংয়ের জিন্স এবং জ্যাকেট পরিহিত এক ব্যক্তিকে নিশ্চল অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। আর কাছেই ইসরায়েলি বাহিনীকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

ইসরায়েলি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের সদস্যদের ক্ষতি করার উদ্দেশে এগিয়ে আসার আগে ওই ব্যক্তিকে থামানো হয়।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য পরিকল্পনা প্রকাশের পর ইসরায়েল-ফিলিস্তিন উত্তেজনা বেড়েছে। জানুয়ারিতে ওই পরিকল্পনা প্রকাশের পর থেকেই দখলকৃত পশ্চিমতীরে নিয়মিত সহিংসতার ঘটনা ঘটছে। এসব সহিংসতায় এখন পর্যন্ত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে।