ট্রাম্প যখন ‘বাহুবলী’ (ভিডিও)

২৪ ফেব্রুয়ারি সোমবার দুই দিনের সফরে ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কয়েক ঘণ্টা আগে তিনি দক্ষিণের জনপ্রিয় ‘বাহুবলী ২’ সিনেমার একটি সম্পাদিত (এডিটেড) ভিডিও টুইটারে শেয়ার করেছেন। ভিডিওতে সিনেমাটির নায়ক বাহুবলীর ভূমিকায় দেখা যাচ্ছে ট্রাম্প। রবিবার সম্প্রচারমাধ্যম এনডিটিভির অনলাইন ভার্সন থেকে এই তথ্য জানা গেছে।

noname

‘সল’ নামের একটি আনভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট দেওয়া হয়। ভিডিওটি রি-টুইট করেন ট্রাম্প। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ভারতে আমার অসাধারণ বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব।’এনডিটিভি বলছে, প্রেসিডেন্ট ট্রাম্পের সফর ঘিরে ভারতে এখন সাজ সাজ রব। ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) কারণে ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ন হচ্ছে কিনা, আসন্ন সফরে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তা জানতে চাইতে পারেন ট্রাম্প।

ভিডিওতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তলোয়ার হাতে বাহুবলীর মতো যুদ্ধ করতে দেখা যায়। তাকে ঘোড়ার পিঠে চড়ে দাপিয়ে বেড়াতেও দেখা যায়। ভিডিওটি শেষে একটি বার্তা দেওয়া হয়। তাতে লেখা, যুক্তরাষ্ট্র ও ভারত ঐক্যবদ্ধ। টুইটটি মাত্র দুই ঘণ্টার মধ্যে ১৭ হাজারের বেশিবার শেয়ার হয়।

টুইটারে পোস্ট করা সম্পাদিত ভিডিওতে রয়েছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও। আছেন ইভাঙ্কা ও ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। এ ছাড়া ভিডিওতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও দেখা গেছে।

সেই ভিডিও: