মাহাথিরকে দোষারোপ করতে নারাজ আনোয়ার

মালয়েশিয়ায় সৃষ্ট রাজনৈতিক অস্থিরতার জন্য সদ্য পদত্যাগের ঘোষণা দেওয়া প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে দায়ী করতে নারাজ ক্ষমতাসীন জোটের নেতা আনোয়ার ইব্রাহিম। তিনি দাবি করেছেন, প্রধানমন্ত্রীকে তিনি দায়িত্ব না ছাড়তে অনুরোধ করেছিলেন। তবে মাহাথির সেই অনুরোধ রাখেননি।

malaysian-politician-anwar-ibrahim-speaks-during-the-singapore-summit-in-singapore-3

সোমবার (২৪ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টার দিকে রাজার কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন মাহাথির। এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে খবরে বলা হয়েছে, মাহাথিরের পদত্যাগ নিয়ে বিস্তারিত বিবৃতি দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়। 

এ প্রসঙ্গে মালয়েশিয়ার ক্ষমতাসীন জোটের নেতা আনোয়ার ইব্রাহিম বলেছেন, ‘আমি সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালের বৈঠকে মাহাথির মোহাম্মদকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে অনুরোধ করেছিলাম। তবে তিনি তা প্রত্যাখ্যান করেছেন।’  

চলমান রাজনৈতিক অস্থিরতার জন্য মাহাথিরকে দায়ী করা যায় কিনা এমন এক প্রশ্নের জবাবে আনোয়ার বলেন, ‘সাবেক হিসেবে তাকে আর দোষারোপ করা যায় না।’ তিনি আরও বলেন, ‘মাহাথির আগের দিন আমাকে যা বলেছিলেন, পুনরায় সেটাই বলেছেন যে তিনি এতে (রাজনৈতিক অস্থিরতায়) কোনও ভূমিকা রাখেননি।’

দেশটির অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ার দায়িত্ব পাচ্ছেন কিনা, এমন প্রশ্নের জবাবে ওই আইনপ্রণেতারা মৃদু হেসে বলেছেন, ‘আমরা বিষয়টা দেখছি।’