অভিবাসীদের জন্য ইউরোপের দরোজা খুলে দেওয়ার ঘোষণা এরদোয়ানের

যুদ্ধবিধ্বস্ত থেকে সিরিয়া থেকে পালিয়ে আসা অভিবাসীদের ইউরোপ যাওয়ার সুযোগ করে দিতে সীমান্ত খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যের এরদোয়ান। এই ঘোষণার পর ১৮ হাজার অভিবাসী সীমান্ত অতিক্রম করেছে বলে জানিয়েছেন তিনি। কয়েক দিনের মধ্যেই এই সংখ্যা ২৫ থেকে ৩০ হাজারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।noname

গত ২৮ ফেব্রুয়ারি ইদলিবে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী বিমান হামলা চালিয়ে ৩৩ তুর্কি সেনাকে হত্যা করে। এরপরই অভিবাসীদের জন্য ইউরোপের দরোজা খুলে দেওয়ার ঘোষণা দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। তিনি বলেন, ‘সিরিয়ার গৃহযুদ্ধ থেকে পালিয়ে আসা শরণার্থীদের ভার আর বহন করতে পারছে না তুরস্ক’।

এদিকে গ্রিসের কর্তৃপক্ষ জানিয়েছে, তুরস্ক থেকে অবৈধভাবে প্রবেশ করতে চাওয়া হাজার হাজার শরণার্থীকে বাধা দেওয়া হয়েছে। অভিবাসীদের ছত্রভঙ্গ করতে ব্যবহার হয়েছে টিয়ারগ্যাস।

বর্তমানে তুরস্কের আশ্রয়ে রয়েছে প্রায় ৩৭ লাখ সিরীয় শরণার্থী। এসব শরণার্থীর ইউরোপ যাওয়া ঠেকাতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে চুক্তি স্বাক্ষর করে তুরস্ক। তবে এরদোয়ানের অভিযোগ ইইউ ওই চুক্তি ভঙ্গ করেছে।

শনিবার ইস্তানবুলে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমরা কয়েক মাস আগে থেকেই বলে আসছি, ‘এরকম চলতে থাকলে আমাদের সীমান্ত খুলে দিতে হবে। তারা আমাদের কথা বিশ্বাস করেনি। সেকারণে গতকাল আমরা সীমান্ত খুলে দিয়েছি’। ইউরোপীয় ইউনিয়ন চুক্তি অনুযায়ী তুরস্ককে অর্থ সহায়তা দিচ্ছে না অভিযোগ করে তিনি বলেন, ‘ইইউকে তাদের প্রতিশ্রুতি রাখতে হবে। বিপুল পরিমাণ শরণার্থীকে খাওয়ানোর মতো অর্থ আমাদের নেই’।