করোনা ভাইরাস: ইতালির ২৭ কারাগারে দাঙ্গা, নিহত ৬

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বিধিনিষেধ আরোপ করায় ইতালির কারাগারগুলোতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার দেশটির ২৭টি শহরের কারাগারে দাঙ্গা শুরু করে বন্দিরা। এর আগে রবিবার মোদেনা শহরের সেইন্ট অ্যান্না কারাগারে নিহত হয় ছয় বন্দি। এছাড়া সোমবার ভোরে দাঙ্গার সুযোগে ফোগিয়া কারাগার থেকে পালিয়েছে ২০ জন।কারা ভবনের ছাদে উঠে বিক্ষোভ করে বন্দিরা

করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের পর এতে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে ইতালিতে। সোমবার পর্যন্ত দেশটিতে এই ভাইরাসের কবলে পড়ে মারা গেছে ৪৬৩ জন। সেখানকার ১৪টি প্রদেশের অন্তত এক কোটি ৬০ লাখ মানুষকে বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে রাখার ঘোষণা দিয়েছেন  প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে। আগামী ৩ এপ্রিল পর্যন্ত কেউ এই প্রদেশগুলো থেকে কাউকে বের হতে দেওয়া হবে না বা  বাইরে থেকেও কেউ সেখানে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছেন তিনি।

মোদেনা শহরের সেইন্ট অ্যান্না কারাগারের বন্দিদের সঙ্গে দর্শণার্থীদের সাক্ষাৎ বাতিল করা হলে সমস্যা শুরু হয়। কারাগারেই মৃত্যু হয় তিন জনের। এছাড়া সেখান থেকে সরিয়ে নেওয়ার পর মারা যায় আরও তিন জন।

মিলানের স্যান ভিত্তোরি কারাগারের বন্দিরা একটি কারা ব্লকে আগুন ধরিয়ে দেয়। পরে তারা জানালা দিয়ে ছাদে উঠে ব্যানার দোলাতে শুরু করে বলে জানিয়েছেন কর্মকর্তারা। দক্ষিণাঞ্চলীয় ফোগিয়া শহরের একটি কারাগারে দাঙ্গার সুযোগ নিয়ে পালিয়ে গেছে অন্তত ২০ বন্দি। ইতালির বার্তা সংস্থা আনসা দাবি করেছে বেশ কয়েকজনকে আবারও আটক করতে সমর্থ হয়েছে কর্মকর্তারা।   

এছাড়া উত্তরাঞ্চলীয় ইতালির বেশ কয়েকটি কারাগার এবং রাজধানী রোমের কারাগারেও দাঙ্গা হয়েছে। কোনও কোনও শহরে কারাগারের বাইরে বিক্ষোভ করেছে বন্দিদের স্বজনেরা।