১৩৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনা, মৃত ছাড়িয়েছে ৫১০০

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটের হিসেবে এখন পর্যন্ত  ১২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনা ভাইরাস। আক্রান্ত হয়েছে এক লাখ ৩৯ হাজার ৬৩৭ জন মানুষ। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭০ হাজার ৭৩৩ জন। তবে ভাইরাসটিতে সংক্রমিত হয়ে শুক্রবার (১৩ মার্চ) রাত পর্যন্ত প্রাণ হারিয়েছে পাঁচ হাজার ১২০ জন।noname

গত দুই সপ্তাহে ভাইরাসটি চীনের বাইরে ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে বুধবার (১১ মার্চ) পৃথিবীব্যাপী মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। উৎপত্তিস্থল চীনে ৮০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ইতালিতে। দেশটিতে ১৫ হাজার ১১৩ জন আক্রান্ত হওয়ার বিপরীতে মারা গেছেন এক হাজার ১৬ জন।

ইতালির পর সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ইরানে। দেশটিতে ১১ হাজার ৩৬৪ জন মানুষ আক্রান্ত হয়ে মারা গেছে ৫১৪ জন। দক্ষিণ কোরিয়ায় ৭ হাজার ৯৭৯ জন আক্রান্ত হয়ে মারা গেছে ৭১ জন। স্পেনে ৪ হাজার ৩৪৪ আক্রান্তের বিপরীতে মারা গেছে ১২২ জন।

সারাবিশ্বে নতুন করে আক্রান্ত হয়েছে পাঁচ হাজার ৮১ জন। এর মধ্যে চীনে অন্তত ২২, ইরানে এক হাজার ২৮৯,  দক্ষিণ কোরিয়ায় ১১০, স্পেনে এক হাজার ১৮৮, জার্মানিতে ৩৭২,  যুক্তরাষ্ট্রে ১৩৫ জন আক্রান্ত হয়েছে।