যুক্তরাজ্য থেকে ফিরে পার্টিতে ভারতীয় গায়িকা, পরে করোনায় আক্রান্ত

প্রায় দশ দিন আগে যুক্তরাজ্য থেকে ভারতে ফিরেছেন গায়িকা কানিকা কাপুর। পরে অংশ নিয়েছেন প্রায় দুইশো অতিথির উপস্থিতিতে অনুষ্ঠিত এক ডিনার আয়োজনে। পরে হাল্কা জ্বর ও সাধারণ মাথাব্যাথায় আক্রান্ত হয়ে করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষা করিয়েছেন ৪১ বছর বয়সী এই গায়িকা। আর তাতেই তার শরীরে ভাইরাসটির উপস্থিতি ধরা পড়েছে। ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বর্তমানে পুরো পরিবারসহ তাকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।ভারতীয় গায়িকা কানিকা কাপুর

গত ৯ মার্চ লন্ডন থেকে মুম্বাই আসেন কানিকা কাপুর। এর দুই দিনের মাথায় লক্ষ্ণৌতে যান তিনি। সেখানেই এক ডিনার আয়োজনে অংশ নেন তিনি। অন্যান্যের মধ্যে ওই আয়োজনে ছিলেন বিজেপি নেতা বসুন্ধরা রাজে ও পুত্র দুশমন্ত সিং। কানিকা কাপুরের করোনায় আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর কোয়ারেন্টিনে চলে গেছেন তারাও।

নিজের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, সাধারণ ফ্লু’র মতো হাল্কা জ্বর বাদ দিলে ভালোই আছেন তিনি। তবে এই মুহূর্তে স্থানীয়, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের নির্দেশনা মেনে চলতে সকলের প্রতি জানান তিনি।

উল্লেখ্য, চীন থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটিতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ইতালিতে। ভারতে এখন  পর্যন্ত দুই শতাধিক মানুষের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।