এবার মার্কিন ভাইস প্রেসিডেন্টের ওপর করোনা ভাইরাস পরীক্ষা

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে করোনা ভাইরাস এর জন্য পরীক্ষা করা হবে। তিনি হোয়াইট হাউস করোনা ভাইরাস টাস্ক ফোর্সের প্রধান। পেন্সের এক কর্মী ওই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

1

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৭৭৪ মানুষ। অন্তত ২৭৫ জন মারা গেছে। এর আগে ট্রাম্পের করোনা ভাইরাস পরীক্ষা করে নেগেটিভ ফল আসার কথা জানিয়েছিল হোয়াইট হাউস। 

শনিবার এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, শুক্রবার সন্ধ্যায় তারা ভাইস প্রেসিডেন্টের অফিসের এক কর্মী করোনায় আক্রান্ত বলে জানতে পারেন। পেন্স জানায়, সোমবার থেকে ওই ব্যক্তি হোয়াইট হাউসে যাননি। 

হোয়াইট হাউসের বিবৃতিতে দাবি করা হয়, ট্রাম্প কিংবা পেন্স কেউই ওই ব্যক্তির সংস্পর্শে আসেননি। তবে ওই ব্যক্তির নাম জানা যায়নি।