মার্কিনিদের ঘরে থাকার আহ্বান ট্রাম্পের

করোনা সংকট মোকাবিলার স্বার্থে মার্কিনিদের ঘরে থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এখন সবারই ঘরে থাকা প্রয়োজন।

সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৭৭৪ মানুষ। অন্তত ২৭৫ জন মারা গেছে। এর আগে ট্রাম্পের করোনা ভাইরাস পরীক্ষা করে নেগেটিভ ফল আসার কথা জানিয়েছিল হোয়াইট হাউস। 

ইতোমধ্যে বেশ কিছু মার্কিন রাজ্য শাটডাউনের নির্দেশ দিয়েছে। শিগগিরই প্রতি পাঁচজন মার্কিনির মধ্যে একজন ‘স্টে অ্যাট হোম’ নির্দেশের আওতায় পড়বেন।