স্পেনে মৃতের সংখ্যা এক হাজার সাতশ’ ছাড়িয়েছে

স্পেনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৭২০ জনে পৌঁছেছে। আগের দিন পর্যন্ত এই সংখ্যা ছিল এক হাজার ৩২৬ জনে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত সর্বশেষ তথ্যের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।noname

বিশ্বব্যাপী মহামারির রূপ নেওয়া করোনাভাইরাসে ইউরোপে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত দেশ স্পেন। রবিবার দেশটিতে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১৮ হাজার ৫৭২ জনে। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে দুই হাজার ৫৭৫ জন। এছাড়া হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে এক হাজার ৭৮৫ জন।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শনিবার বলেছেন, মহামারি মোকাবিলায় যা কিছু করণীয় তার সবকিছুই সরকার করবে। সামনে আরও খারাপ পরিস্থিতি আসছে বলেও সতর্ক করেছেন তিনি। মহামারি ঠেকাতে গত ১৪ মার্চ ১৫ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করে স্পেন সরকার। রবিবার দেশটির একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, ওই মেয়াদ শেষ হলে আরও ১৫ দিনের জন্য আবারও জরুরি অবস্থা জারি হতে পারে।

উল্লেখ্য, এখন পর্যন্ত বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনাভাইরাস। এতে আক্রান্ত হয়েছে তিন লাখ ১৬ হাজার ৪০৯ জন। আর বিশ্বজুড়ে মারা গেছে ১৩ হাজার ৫৯৯ জন।