খালেদা জিয়ার মুক্তির সিদ্ধান্তকে স্বাগত অ্যামনেস্টির

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মঙ্গলবার টুইটারে দেওয়া এক পোস্টে এমন প্রতিক্রিয়া জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়া।খালেদা জিয়া। ফাইল ছবি

টুইটে বলা হয়, ‘আমরা মানবিক কারণে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে কারামুক্তি দেওয়ার বাংলাদেশি কর্তৃপক্ষের সিদ্ধান্তকে স্বাগত জানাই। যেহেতু তিনি এমন অসুস্থতায় ভুগছেন যা তার জীবনকে বিপন্ন করে তুলেছে, তাই তাকে অবশ্যই প্রয়োজনীয় অবাধ স্বাস্থ্যসেবা দিতে হবে।’

প্রসঙ্গত, আজ মঙ্গলবার (২৪ মার্চ) আইনমন্ত্রী আনিসুল হক এক সংবাদ সম্মেলনে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাহী আদেশ বলে ফৌজদারি আইনের ৪০১ ধারায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তির সুপারিশ করেছে সরকার। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে আজ রাতেই অথবা আগামীকাল যে কোনও সময়ে মুক্তি পেতে যাচ্ছেন খালেদা জিয়া।

কিছুদিন আগে খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য সরকারের নির্বাহী আদেশ বলে মুক্তির আবেদন করা হয়েছিল। তবে, প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে তার মুক্তির সুপারিশ করা হলেও তিনি বিদেশে যেতে পারবেন না বলে সরকারের পক্ষ থেকে শর্ত থাকছে।