করোনায় ইতালিতে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে

প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত ইতালি। দেশটিতে প্রতিনিয়ত মৃতের সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৮৮৯ জন। এ নিয়ে ইতালিতে করোনায় মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে।

resize-350x250x0image-156889

আক্রান্তের সংখ্যার দিক থেকে দ্বিতীয় অব্স্থানে থাকলেও এ ভাইরাসে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ইতালিতে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে প্রায় পাঁচ হাজার চিকিৎসা সংশ্লিষ্ট কর্মীও রয়েছেন। তাদের মধ্যে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, শনিবার (২৮ মার্চ) দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৭৪ জন। ইতালিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২ হাজার ৪৭২ ও মৃতের সংখ্যা ১০ হাজার ৩২।

এছাড়া শনিবার এক হাজার ৪৩৪ জন করোনা রোগী চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ইতালিতে এ পর্যন্ত ১৩ হাজার ৩৮৪ জন করোনায় আক্রান্ত রোগী চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠেছেন।

অন্যদিকে করোনা ভাইরাসের কারণে পুরো ইতালিজুড়ে জরুরি অবস্থার সময় বাড়ানো হয়েছে ১৮ এপ্রিল পর্যন্ত। এর আগে, করোনা সংক্রমণ ঠেকাতে দেশটির প্রধানমন্ত্রী জোসেফ কন্তে চলতি মাসের ১০ তারিখ থেকে ৩ এপ্রিল পর্যন্ত জরুরি অবস্থা জারি করেন।  এই সময়ে ‘রেড জোন’ আইন কেউ অমান্য করলে ২০৬ ইউরো জরিমানার বিধান করা হয়েছে। অন্যথায় ৩ মাস থেকে ২১ বছর পর্যন্ত জেলও হতে পারে।