করোনায় প্রথম মার্কিন সেনাসদস্যের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো মার্কিন সেনাসদস্যের মৃত্যু হয়েছে। সোমবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন এ তথ্য নিশ্চিত করেছে।

noname

আক্রান্তের সংখ্যার বিচারে করোনাভাইরাস পরিসংখ্যানের শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারের হিসাব অনুযায়ী, সে দেশে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৪ হাজারেরও বেশি। মৃত্যু হয়েছে ৩ হাজার ১৭০ জনের।   

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের তথ্য অনুযায়ী, ক্যাপ্টেন পদমর্যাদার নিহত ওই সেনা কর্মকর্তার নাম ডগলাস লিন হিককক। নিউজার্সি আর্মি ন্যাশনাল গার্ডসম্যানের সদস্য ছিলেন তিনি। কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২১ মার্চ তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার এক বিবৃতিতে বলেন, ‘আজকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য একটি বেদনাদায়ক দিন। আমরা করোনায় প্রথমবারের মতো কোনও মার্কিন সেনাসদস্যকে হারালাম। এটি আমাদের সামরিক বাহিনীর জন্য বড় ক্ষতি। নিহতদের পরিবার, বন্ধু ও স্বজনদের প্রতি আমরা শোক ও সহানুভূতি জানাচ্ছি।’