স্পেনে আবার বাড়তে শুরু করেছে মৃতের সংখ্যা

টানা চারদিন ধরে কমতে থাকার পর স্পেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বাড়তে শুরু করেছে। মঙ্গলবার দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে ৭৪৩ জনের মৃত্যু হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মৃতের সংখ্যা বাড়লেও শিগগিরই দেশজুড়ে চলা লকডাউন প্রত্যাহার করে নেওয়ার আশা এখনও রয়েছে।noname

করোনাভাইরাসের মহামারিতে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে স্পেনে। তবে গত সোমবার পর্যন্ত টানা চারদিন ধরে সেখানে মৃতের সংখ্যা কমতে থাকে। সোমবার ৬৩৭ জনের মৃত্যু হয়।

তবে মঙ্গলবার আবারও মৃতের সংখ্যা বাড়তে শুরু করায় দেশটিতে মোট মৃতের সংখ্যা ১৩ হাজার ৭৯৮ জনের পৌঁছেছে। তবে এক সপ্তাহ আগের তুলনায় দৈনিক আক্রান্তের হার প্রায় অর্ধেকে নেমে এসেছে। বর্তমানে এই দাঁড়িয়েছে ৫.৭ শতাংশে।

স্পেনের হেলথ ইমারজেন্সি বিভাগের ডেপুটি চিফ জোসে সিয়েরা বলেছেন, ‘সামান্য দোদুল্যমানতা স্বাভাবিক… বিষয় হলো প্রবণতা এবং সামগ্রিক পরিসংখ্যান খেয়াল করা।’

এদিকে করোনাভাইরাসের বিস্তাররোধে স্পেনজুড়ে চলতে থাকা লকডাউন শিথিলের পরিকল্পনা শুরু করেছেন দেশটির কর্মকর্তারা। জার্মানির ভোকসওয়াগন কোম্পানির স্প্যানিশ ইউনিট জানিয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে আংশিকভাবে খুলে দেওয়া হতে পারে তাদের কোম্পানি।