করোনা মোকাবিলায় ব্যবস্থা নিয়ে বরখাস্ত হলেন ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী

দক্ষিণ আমেরিকার সবচেয়ে জনবহুল দেশ ব্রাজিলে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ব্যবস্থা নিয়ে জনপ্রিয় হয়ে ওঠেন স্বাস্থ্যমন্ত্রী লুইজ হেনরিক মানদেত্তা। রাজ্য সরকারগুলোকে সক্রিয় করার পাশাপাশি তিনি আইসোলেশন সংক্রান্ত পদক্ষেপেরও বিস্তার ঘটান। তবে বাণিজ্যপন্থী প্রেসিডেন্ট জইর বলসোনারো সঙ্গে একাধিক মতবিরোধের জেরে সরিয়ে দেওয়া হয়েছে তাকে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে।ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো

করোনা মহামারি মোকাবিলায় এলোমেলো ব্যবস্থা নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের ক্ষুব্ধ করে তুলেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে। আশঙ্করা করা হচ্ছে আসন্ন মে মাসে দেশটিতে সংক্রমণ পরিস্থিতি মারাত্মক হবে। তার আগেই স্বাস্থ্যমন্ত্রী লুইজ হেনরিক মানদেত্তাকে সরিয়ে দেওয়া হলো।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রণালয়ের কর্মীদের উদ্দেশে নিজের পদত্যাগের ঘোষণা দিয়ে লুইজ হেনরিক মানদেত্তা বলেন, ‘আপনারা নিশ্চয়ই জানেন এখন পর্যন্ত আমরা ভালোভাবেই যুদ্ধ করছিলাম। কিন্তু আমরা কেবলমাত্র একটি লড়াইয়ের শুরুতে ছিলাম।’

অপর এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট জইর বলসোনারো বলেন, ‘জীবন অমূল্য, কিন্তু অর্থনীতি ও চাকুরি স্বাভাবিক অবস্থায় ফিরতে হবে।’ মানদেত্তার সমালোচনা কিংবা নিন্দা কোনওটাই করতে চান না জানিয়ে তিনি বলেন, ‘এটা সম্মতির ভিত্তিতে করা বিচ্ছেদ কারণ আমি বা মন্ত্রী হিসেবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো ব্রাজিলের জনগণের স্বাস্থ্য।’ নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ক্যান্সার বিশেষজ্ঞ নেলসন টেইককে নিয়োগ দেওয়ার কথা জানান তিনি।

বলসোনারোর পাশে দাঁড়িয়ে নতুন স্বাস্থ্যমন্ত্রী নেলসন টেইক বলেন, তিনি এখনই কোনও পরিবর্তন আনতে চান না কারণ ভাইরাসটি সম্পর্কে খুবই কম জানা যাচ্ছে। প্রেসিডেন্ট এবং তিনি নিজে এই বিষয়ে পূর্ণ একমত আছেন বলে জানান। তিনি বলেন, ‘স্বাস্থ্য ও অর্থনীতি সম্পূর্ণভাবে একে অপরের পরিপূরক।’