সেপ্টেম্বর পর্যন্ত বড় ধরনের আয়োজনে নিষেধাজ্ঞা নেদারল্যান্ডসের

কিছু কিছু ক্ষেত্রে বিদ্যমান লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস। দেশটির বেশিরভাগ ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে আগামী ২০ মে পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে। তবে বড় ধরনের যে কোনও আয়োজনের ওপর নিষেধাজ্ঞা থাকবে আগামী সেপ্টেম্বর পর্যন্ত। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুটে এ তথ্য জানিয়েছেন। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।12

মার্ক রুটে বলেন, লোকজন ক্রমেই ধৈর্যহীন হয়ে পড়ছে। তবে দ্রুত সবকিছু স্বাভাবিক করে দেওয়া হলে ভাইরাসটি তাৎক্ষণিকভাবে আরও ছড়িয়ে পড়ার সুযোগ পেয়ে যাবে।

বেশিরভাগ ব্যবসা-বাণিজ্য ২০ মে-র পর ছন্দে ফেরার আশা করলেও সেলুনের মতো দোকানগুলোর বিষয়ে সরকারের সিদ্ধান্ত এখনও অনিশ্চিত বলে জানিয়েছে সিএনএন।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ১১ মে থেকে একটি নিয়মের আওতায় স্কুলে যেতে পারবে। মার্ক রুটে বলেন, শিক্ষার্থীরা অর্ধেক সময় স্কুল করবে। অর্থাৎ, একদিন অর্ধেক ছাত্র ছাত্রী স্কুলে যাবে। পরদিন যাবে বাকি অর্ধেক শিক্ষার্থী।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, নেদারল্যান্ডসে এখন পর্যন্ত ৩৪ হাজার ৩১৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে তিন হাজার ৯২৯ জনের মৃত্যু হয়েছে।