মে মাসের দ্বিতীয়ার্ধ থেকে লকডাউন শিথিল শুরু করবে স্পেন

আগামী মে মাসের দ্বিতীয়ার্ধ থেকে ধীরে ধীরে লকডাউন শিথিল করা শুরু করবে স্পেন। বুধবার দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ পার্লামেন্টে তৃতীয় বারের মতো জরুরি অবস্থার মেয়াদ বাড়োনোর আবেদন জানানোর সময় একথা বলেছেন। আগামী ৮ মে পর্যন্ত মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ

বিশ্বের অন্যতম করোনাভাইরাস কবলিত দেশ স্পেন। গত ১৪ মার্চ দেশটিতে লকডাউন আরোপ করা হয়। লকডাউনের মধ্যে বর্তমানে শিশুরাও কোনও কারণেই ঘরের বাইরে বের হতে পারে না। তবে ১৪ বছরের কম বয়সী শিশুদের আগামী ২৬ এপ্রিল থেকে বাইরে বের হতে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। গত সপ্তাহে কঠোর বিধিনিষেধের মেনে চলার শর্তে কন্সট্রাকশন ও উৎপাদন কাজ শুরু করতে দেওয়া হয়েছে।

বর্তমানে ইউরোপের সবচেয়ে করোনা দুর্গত দেশ স্পেন। বুধবারের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশটিতে মৃতের সংখ্যা ২১ হাজার ৭১৭ জন আর আক্রান্তের সংখ্যা দুই লাখ ৮ হাজার ৩৮৯ জন।

বুধবার পার্লামেন্টের কাছে জরুরি অবস্থার মেয়াদ আগামী ৯ মে পর্যন্ত বাড়ানোর আবেদন জানান প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। মে মাসের দ্বিতীয়ার্ধ থেকে বিধিনিষেধ শিথিল শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। তবে এই প্রক্রিয়া ধীর হবে বলে সতর্ক করেন তিনি। সানচেজ বলেন, ‘আমাদের অবশ্যই ভুল পদক্ষেপ পরিহার করতে হবে। আমরা যদি ভাইরাসটির ওপরে অবস্থান নিতে পারি, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা চাপ সামলাতে পারে তাহলেই কেবল পরবর্তী পদক্ষেপের প্রস্তাব আনতে পারি।’

জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো নিয়ে ভোটাভুটিতে অংশ নেবেন আইনপ্রণেতা। আশা করা হচ্ছে এই প্রস্তাব অনুমোদন পাবে।