সাংবাদিকদের প্রতিক্রিয়া দেখতেই ব্যাঙ্গাত্মক প্রশ্ন করেছিলাম: ট্রাম্প

করোনাভাইরাসে আক্রান্তদের শরীরে জীবাণুনাশক প্রবেশ করিয়ে চিকিৎসা করা যায় কিনা; গবেষকদের তা খতিয়ে দেখার পরামর্শ দিয়ে আবারও বিশ্বব্যাপী হাস্যরস ও উদ্বেগের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একদিনের মাথায় তিনি দাবি করেছেন, আসলে তার এ সংক্রান্ত কথাগুলো ব্যাঙ্গাত্মক ছিল। তিনি আসলে বুঝতে চাইছিলেন; এমন কথা বললে সাংবাদিকদের কী প্রতিক্রিয়া হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

বৃহস্পতিবার হোয়াইট হাউসে করোনাভাইরাস বিষয়ক টাস্কফোর্সের নিয়মিত ব্রিফিংয়ে  সমন্বয়ক ড. ডেবোরাহ বার্ক্সের দিকে তাকিয়ে ট্রাম্প বলেন, ‘ধরা যাক, আমরা শরীরে অতিবেগুনি কিংবা শক্তিশালী কোনো আলো শরীরে দিয়ে তাপ দিলাম। আমার মনে হয় ,আপনারা হয়তো এটা পরীক্ষা করে দেখেননি, তবে দেখতে পারেন।’

ট্রাম্প বলেন, ‘আর আমি দেখতে পাচ্ছি জীবাণুনাশক এক মিনিটেই ভাইরাসটি মেরে ফেলতে পারে। এক মিনিট। এটা নিয়ে আমরা কিছু করতে পারি কী, ইনজেকশন দিয়ে প্রবেশ করিয়ে বা পরিষ্কার করার মতো কিছু করে? এগুলো পরীক্ষা করে দেখা ইন্টারেস্টিং হবে।’

শুক্রবার (২৪ এপ্রিল) ওভাল অফিসে একটি বিল স্বাক্ষরের সময় উপস্থিত এক সাংবাদিক ট্রাম্পের কাছে তার আগেরদিনের প্রস্তাব নিয়ে জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট তা হেসে উড়িয়ে দেন। বলেন, 'আমি একটি ব্যঙ্গাত্মক প্রশ্ন করে দেখতে চেয়েছিলাম আপনার মত সাংবাদিকরা কী প্রতিক্রিয়া দেখান।'

ট্রাম্পের প্রস্তাবকে এরইমধ্যে 'হাস্যকর', 'অবৈজ্ঞানিক', 'বিপদজনক' ইত্যাদি শব্দ দিয়ে প্রত্যাখ্যান করেন চিকিৎসা বিশেষজ্ঞরা। তবে এবার ট্রাম্প নিজেই জানালেন এমন চিকিৎসা পদ্ধতিতে আস্থা নেই তার।