উত্তর ও দক্ষিণ কোরিয়া সীমান্তের বেসামরিক অঞ্চলে দুই দেশের মধ্যে গোলাগুলি হয়েছে। ২০ দিন পর উত্তর কোরীয় নেতা কিম জং উনের জনসম্মুখে আসার ছবি প্রকাশের একদিনের মাথায় রবিবার (৩ মে) সকালে এ গোলাগুলি হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ঠিক কী কারণে এ গোলাগুলির সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছেন, কারণ জানতে উত্তর কোরীয় সেনাবাহিনীর হটলাইনে যোগাযোগের চেষ্টা চলছে।
গত ৫ বছরে এই প্রথম দক্ষিণ কোরিয়ায় সরাসরি গুলি ছুড়লো উত্তর কোরীয় সেনারা।